Skip to main content

Posts

Showing posts from January, 2019
অখিলেশ-মায়া জোট কতটা সফল হবে? বিশেষ নিবন্ধ মহম্মদ ঘোরী শাহ্ অবশেষে দিল্লীতে অখিলেশ-মায়বতী’র বৈঠকের পর এটা নিশ্চিত হওয়া গেল ২০১৯এর লোকসভা নির্বাচনে গটবন্ধন হয়ে লড়াই তাঁরা ময়দানে অবতীর্ণ হবেন।একটা সময় তথা পাঁচ রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পূর্বে মনে হচ্ছিল সমগ্র ভারত জুড়ে অ-বিজেপি রাজনৈতিক দলগুলি বিজেপিকে রুখতে একই রেখায় অবস্থা নিতে পারে।আর এ নিয়ে বিভিন্ন মহল হতে তৎপরতা শুরুও হয়েছিল,যার কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু কংগ্রেস। কিন্তু এই প্রবনতাই প্রথম আঘাত হানলেন অখিলেশ-মায়াবতী জুটি।এবার তাঁরা বিশেষ ভাবে উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনে নিজেদের মধ্যে বিশেষ পদ্ধতিতে আসন ভাগাভাগিতে নির্বাচনে লড়বেন।সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির গটবন্ধনের অবশিষ্ট রূপরেখা প্রস্তুত করতে আগামী সপ্তাহেই আবার বৈঠক হবে এটা জানা গেছে। আমরা যদি ২০১৪ সালের উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের ফলাফল লক্ষ করি, তাতে এটা স্পষ্ট যে কেবল সমাজবাদী পার্টী এবং বহুজন সমাজ পার্টীই নয় কংগ্রেসও সেবার রুগ্ন রোগীতে পরিনত হয়েছে।২০১৪তে ৮০ লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টী ৫টি,আপনা দল ২টি,জাতীয় কংগ্রেস ২টি পক্ষান...