Skip to main content

Posts

Showing posts from April, 2019

অনুগল্প

রমেনবাবুর জামাই দেখা মহম্মদ  ঘোরী শাহ্ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ মাছ ব্যবসা, লোহা ব্যবসা, আনাজ ব্যবসা, আইন ব্যবসা প্রভৃতি অনেক ব্যবসার নাম শুনেছি।এই প্রথম শুনলাম রাজনীতি ব্যবসার কথা। যাওয়া হয়েছিল প্রখ্যাত শিল্পপতি রমেনবাবুর জামাই দেখতে।আর এক শিল্পপতি মোহন বাবুর প্রাসাদে। ছেলে যেন রাজপুত্র,সবে আমেরিকা থেকে এম বি এ করে ফিরেছে।দারুন পছন্দ রমেন বাবুর। নানান কথা আলোচনার ফাঁকে রমেন বাবু বলে বসলেন, বাবার ব্যবসা ছাড়া আর নতুন কিছু পরিকল্পনা আছে কি না? বর সহজেই বললেন, না। বাবার ব্যবসাতে হাত লাগাচ্ছিনা। আমি নতুন ব্যবসা করতে চাই,আর সেটা হল রাজনীতি।উপস্থিত সকলেই হক্চকিয়ে গেলেন। এযে রাজনীতিকে ব্যবসা বলছেন! সকলের ধন্দ দুরকরতে বর ব্যাপারটা বুঝিয়ে দিলেন। শুনুন! এটাও আর পাঁচটা ব্যবসার মত বিনিয়োগ সাপেক্ষ। মোটা অঙ্কের টাকা বিনিয়োগ না করলে টিকিট পাওয়া যায়না।আর একবার পেয়েগেলে 50%লাভ কষে নিয়ে মন্ত্রীসভায় হাজির হওয়া যায়। আমি বললাম,রমেনবাবু! রমেনবাবুর গালভরা হাসি হেসে বললেন, এ জামাই আমার পছন্দসই।