Skip to main content

Posts

Showing posts from June, 2019

ভারত পাকিস্তান সম্পর্কের নয়া মোড়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন,  ইসলামাবাদ ভারতের নয়া সরকারের সাথে সব অমীমাংসিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছে। রেডিও পাকিস্তান সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, গতকাল (শনিবার) রাতে মুলতানে এক ইফতার পার্টিতে বক্তব্য রাখার সময় তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন। কুরেশি বলেন,  ভারত ও পাকিস্তানের উভয় অঞ্চলের সমৃদ্ধি ও শান্তির জন্য সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। লোকসভা নির্বাচনে গত ২৩ মে ভারতে বিজেপি পুনরায় ক্ষমতাসীন হয়েছে। নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার আগেই পাকিস্তানের পক্ষ থেকে ওই বার্তা দেয়া হল। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন আগেই গত (বুধবার) কিরগিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে সাক্ষাৎ হলে উভয়েই পরস্পরের খোঁজখবর নেন। কুরেশি এসময় সুষমাকে সংলাপের মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের ইচ্ছার কথা জানান। অন্যদিকে, সুষমা স্বরাজ পাক মন্ত্রী মাহমুদ কুরেশিকে মিষ্টি উপহার দেন। মাহ...