স্বাধীনতার প্রতিশ্রুতি মহম্মদ ঘোরী শাহ্ ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ আগষ্ট এলেই মনেপড়ে ছুটন্ত অগ্নিহল্কার কথা, অগ্নিমন্ত্রে নিবেদিত প্রাণ গুলির কথা। মনেপড়ে যায়- মৃত্যু-উৎসবের কথা। আজকের দিনে, লক্ষ প্রাণের বিনিময়ে, কিনেছিলেন অমর শহীদগন লক্ষ বছরের লালায়িত স্বাধীনতার সূর্য্যটাকে। রক্তসাগরে স্নান করে উঠেছিল পূর্ব দিগন্ত রাঙিয়ে। ভোরের কাকলি করেছিল বরণ স্বাগত রাগিণী গেয়ে। শেষ হল পিসাচদের নাটক,উন্মাদ নাগিনীর ফণা গেল নেমে। শুন্য বেদীতে অভিষেক হল স্বাধীনতা। সেই দৃপ্ত সূর্যটা আজ যেন ম্লান নামেই আকাশ সাজিয়ে? স্বার্থের মেঘগুলো ঢেকেছে তাকে। কতক গুলো নখর হাত অধিকার গুলো নিগড়ে নিগড়ে করেছে ছিবড়া। ধর্মের নামে অধর্মের অাগ্রাষণ, ক্ষমতার অহংকারে দুর্বলকে নীপিড়ন চলে অহরহ। শহীদে রক্তে লেখা সংবিধান ধর্মের উগ্র ধোঁয়ায় যেন আজ মুর্ছিত। এ আগষ্ট কি সেই আগষ্ট? তবে কোথায় সেই বঞ্চনাহীন সাম্যের প্রতিশ্রুতি?
Current affairs, Story inside events,Opinion, Culture, citizen journal.Human Rights