এই দুর্দিনে শান্তির জন্য হজরত মহম্মদের(স:) আদর্শের অনুশীলন নিবিড়ভাবে হোক মহম্মদ ঘোরী শাহ্ এখন পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য পড়বে তাহল ‘অশান্তি'।এশিয়া, আফ্রিকা, আমেরিকা সর্বত্রই অশান্তির লেলিহান অগ্নিশিখা মানবতাকে দগ্ধ করেই চলছে।দুর্বলের জীবন-মৃত্যু যন্ত্রনা অনুভবের আত্মক্রণ্দনে আকাশ বাতাস ভরে গেছে।সামাজের প্রতিক্ষেত্রে অর্থাৎ নাগরিক, আর্থিক, ন্যায়বিচার ও বিকাশের ক্ষেত্রে বৈষম্যহীন পরিকাঠামোর সুবন্দোবস্ত না করতে পারলে পৃথিবী যে অশান্তির অগ্নিময় গোলাতে পরিনত হবে এটা বলাই বাহুল্য।বিশ্বের সাধারণ মানুষ প্রত্যেকেই চায় আজকের দিনটা শান্তিতেই অতিবাহিত হোক,আগত ঊষাটা আসুক শান্তির বর্ণময় ছটা নিয়ে।তবুও কতিপয় ক্ষমতাবান মানুষের কুটিল চক্রান্তের অঙ্গুলি হেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত হয়ে যাচ্ছে আশান্তির অগ্নিগর্ভ। অথচ আজ থেকে চৌদ্দ শ' বছর আগে মানবজাতির জন্য অমোঘ শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন এক মহাপুরুষ যিনি কেবল শান্তির বার্তা দিয়েই ক্ষান্ত ছিলেন এমন নয়,আশান্ত আরব ভূমিতে শান্তি প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েও ছিলেন,তিনি হলেন নবী হজরত মহম্মদ (...
Current affairs, Story inside events,Opinion, Culture, citizen journal.Human Rights