সেই তুমি
মহম্মদ ঘোরী শাহ্
তোমায় দেখেছিলাম
গুহা জীবনের এক সন্ধ্যায়
রক্তপাতে করেছিলে লাল
বন্যপ্রকৃতি।
স্বঘোষিত দলপতি সেজে
কাঁপিয়ে ছিলে প্রস্তর যুগ।
ইতিহাসের পাতায় তুমি
মুখ লুকাতে চেষ্টা করো-
কিন্তু ব্যর্থ।
আমি খুঁজে পাই তোমায়
প্রতি রণক্ষেত্রেই-
এমন কি, গুজরাট,অযোধ্যা
অসম মুজ্জাফরপুরে।
কত ছলে কত মুখোশে ঢাকা
সেই তুমি।
অলাতচক্র
মহম্মদ ঘোরী শাহ্
ছোট ছোট হাসি
কচি কচি প্রাণ,
পল্লবিত তরুই -
কুসুম কলির সমারোহ।
বোঝেনি রাজনীতি
বোঝেনি আক্রোশ।
হঠাৎ জীবনের গলিপথ বেয়ে
ভাঙলো মৃত্যুর বাঁধ।
এক আদিম শক্তির
নগ্ন বিকাশ।
উন্মুক্ত রাইফেলের আত্মগর্ব।
কলরোলের হাসিরেখা-
মুহুর্তে রক্তে ভিজে
হল কান্নার ফ্রেমে বাঁধানো ছবি।
পেশোয়ার যেন
শয়তানী অলাতচক্রে ঘেরা
সভ্যতার মরুবালুচর!
▶
মহম্মদ ঘোরী শাহ্
তোমায় দেখেছিলাম
গুহা জীবনের এক সন্ধ্যায়
রক্তপাতে করেছিলে লাল
বন্যপ্রকৃতি।
স্বঘোষিত দলপতি সেজে
কাঁপিয়ে ছিলে প্রস্তর যুগ।
ইতিহাসের পাতায় তুমি
মুখ লুকাতে চেষ্টা করো-
কিন্তু ব্যর্থ।
আমি খুঁজে পাই তোমায়
প্রতি রণক্ষেত্রেই-
এমন কি, গুজরাট,অযোধ্যা
অসম মুজ্জাফরপুরে।
কত ছলে কত মুখোশে ঢাকা
সেই তুমি।
অলাতচক্র
মহম্মদ ঘোরী শাহ্
ছোট ছোট হাসি
কচি কচি প্রাণ,
পল্লবিত তরুই -
কুসুম কলির সমারোহ।
বোঝেনি রাজনীতি
বোঝেনি আক্রোশ।
হঠাৎ জীবনের গলিপথ বেয়ে
ভাঙলো মৃত্যুর বাঁধ।
এক আদিম শক্তির
নগ্ন বিকাশ।
উন্মুক্ত রাইফেলের আত্মগর্ব।
কলরোলের হাসিরেখা-
মুহুর্তে রক্তে ভিজে
হল কান্নার ফ্রেমে বাঁধানো ছবি।
পেশোয়ার যেন
শয়তানী অলাতচক্রে ঘেরা
সভ্যতার মরুবালুচর!
▶
Comments