এক খন্ড মেঘের উৎপাত
নাসিমা খান
বিচ্ছেদ, বিচ্ছেদ হলো বলো
চিৎকার করো না আর,
জন্মাবার আগেই তোমার কপালে লিখে এনেছিলে
এই নিষ্ঠুর প্রবাদ !
এখানে স্থায়ী বসতের জন্য
বাগানে ফোঁটে না গোলাপ,
কিংবা আমেরিকাতে জন্মালেই
তোমার আজন্ম বসতি গড়ে ওঠে না
স্বর্গ রাজ্যে !
বিনাশের জন্যই সৃষ্টির ইতিহাস,
ধ্বংশের জন্যই তো বিজ্ঞান !
জন্ম আছে বলেই তো মরণের স্বাদ তিক্ত
যৌবনে যে বাসর অপেক্ষার
বয়সে তা আক্ষেপের,
ভুলে যেও না, সুখের আবাদ করলেই সুখ স্মৃতি
দিয়ে যাদু ঘর গড়া যায় না
টাইফুন, সাইক্লোনের প্রজেক্ট না থাকলে
উপন্যাসের থিম
জন্মাবার আগেই মরে যায়,
কপালের বাম পাশে সূর্য হাসে বলেই
ডান পাশে হয়
এক খন্ড মেঘের উৎপাত ।
Comments