ভুলেই গেছো
নাসিমা খান
দুর্যোগ এলেই মনের মধ্যে
নেই নেই কান্না বাজে
জানালা খোলা রেখেছি
বাইরে মাঝারি বৃষ্টি
অপেক্ষা করছি ভয়াবহ দুর্যোগের!
হয়তো মনে নেই আমি আছি
অথবা এই দুর্যোগে কোথায় আছি
ফোন থেকে মুছে দিয়েছ
ইনবক্স থেকে মুছে দিয়েছ
মনে উঠবার হয়তো আর কারণ নেই
আচ্ছা, তোমার কী বাসে উঠলে
মনে পড়ে না?
বাসে উঠে নিরাপদে বসেই ফোন দেওয়ার কথা
মনে পড়ে না গুরুত্বপূর্ণ মিটিং এ ফোন রিসিভ
করে চুপচাপ বসে থাকার কথা?
আমার বকবক শুনতে চুপচাপ!
তোমার ভয়ে আমি ফোন ছেড়ে
একমুহূর্ত সরতাম না,
ফোন ধরতে দেরি হলেই কেমন রেগে যেতে,
সব কিছু ভুলেই গেছো, না?
আজ এই দুর্যোগের রাতে
বুকের ভেতর যে নেই নেই কান্না
সে কি শুধু দুর্যোগের জন্য
তার অধিক বেশি তোমার জন্য,
যে কণ্ঠের সতর্কতা যত্নের সাথে
পালন করেছি,
সেই কণ্ঠ আমি ভুলিনি
হয়তো ভুলেই গেছো আমার কণ্ঠ
হয়তো মুছে দিয়েছ স্মৃতি,
অথচ দেখো,তোমার দেওয়া প্রথম উপহার
গায়ে জড়িয়ে আছি
যেন তুমি আছো অধিক বেশি!
Comments