স্মৃতির ফলক
নাসিমা খান
পুরনো স্মৃতির ফলক সামনে রেখে
আমি নিমগ্ন হয়ে দেখছি!
এর ভিত এতটা মজবুত হলো কী করে,
এর অবয়বে ফুটে আছে রক্ত করবী,
মাধবীলতায় জড়ানো পাচিলে এটি আবদ্ধ হলো কবে!
আমি অস্থির হয়ে তাকিয়ে আছি
বুঝতে পারছি যন্ত্রণায় কাতরাচ্ছে আমার হৃৎপিণ্ড!
ডাইনিং জুড়ে পড়ে রয়েছে ধোঁয়া ওঠা খাবার
জোয়ারের মত হুহু করছে বুভুক্ষু ক্ষুধা
হাত তিন দূরে খাবারের টেবিল
স্মৃতির ফলকে আবিষ্ট চোখ
কেউ ডাকছে ঠান্ডা হয়ে গেল সব!
স্মৃতির নদীতে বান ডেকেছে
অস্ফুটস্বরে ডাকছে অতীত
আমার হস্তদ্বয় পড়ে আছে কোলের উপরে
আমার গলা উপচে ঢেউ আসছে
অবিশ্রান্ত ঝিঁঝি পোকা ডাকছে কানের উপর
বুঝতে পারছি দুমড়ে মুচড়ে যাচ্ছে মনটা
দরজায় নক করছে কেউ ঠকঠক
আমি ফলকের উপর উল্কি আঁকছি শতাব্দীর পর শতাব্দী
কেউ একজন নক করছে দরজায়
ডাইনিং টেবিলের উপর এখন বিড়াল
আমি নিমগ্ন হয়ে ফলকের কারুকাজ দেখছি।
Comments