প্রেমের
চিত্রকর
চিত্রকর
নাসিমা খান
অনন্তকালের সাধ ছিলো
তোমাকে ভালোবেসে রংধনু আঁকবো উদার আকাশের বুকে -
পারিনি!
নক্ষত্রগুলো আমাকে বিদ্রুপ করে বলেছে
যৌবনে যার অঙ্গে মাধবী ফোটেনি,
বিলাসী প্রেমের চিত্রকর সে কীভাবে হবে?
ঠোঁটের কোণে যার পূর্ণিমা হাসিনি
সে কেমন করে রঙধনু আঁকবে?
তোমাকে ভালোবাসতে গিয়ে আমি
কত না শর্তের কাগজে স্বাক্ষর করেছি
ইতিহাসের পাতা থেকে ঝরে পড়েছি স্বেচ্ছায়
নির্বাসন দিয়েছি শাড়ি,
বিছানার প্রেম দিয়েছি জলাঞ্জলি
তবুও আমাকে সমাজ ধিক্কার দিয়ে বলেছে,
কী আছে তোর? বাহারী যৌবন? অনাবৃত সৌরভ? বিলাসবহুল গাড়ি? নতজানু মস্তক?
অসীম সৌন্দর্য?
ধিক্কার দিয়েছি! ধিক্কার!
নিজের বুকে থুতু মেরে বলেছি,
ব্যাস! অনেক পেয়েছি প্রতিদান!
এই কুরূপা শরীরে সঞ্চারিত হয়েছিলো যে
পল্লবিত তরুরাজি তাদের উপড়ে ফেলেছি,
ভালোবাসার মত এই আমিত্ব ছাড়া কিছুই ছিলো না বলে
ফিরে এসেছি তোমার বৈভব আর জৌলুসময় যৌবন থেকে
মুছে ফেলেছি চুম্বনের স্বাদ অধর থেকে
স্বপ্নের বালি বাঁধা বাসরের অমৃত মেওয়া
ছুঁড়ে দিয়েছি তোমার প্রাসাদের ভেতরে!
ফিরে যাচ্ছি,যাচ্ছি সেই বিনীত প্রশ্নের ঘরে
যেখানে বিদ্ধ করে কুটিল অন্ধকার
আমার শরীরে নাগরিক লালসার গন্ধ আছে কিনা
শুঁকে দেখে অধুনা সভ্য সমাজ!
ফিরে যাচ্ছি সেখানে যেখানে প্রতিদিন আমাকে প্রশ্ন করা হয়,আমি তোমার সাথে শুয়েছি কী না
অথবা তোমার জনস্রোতে ভেসেছিলাম কী না!
ভালো থেকো নিশ্চিন্তে
আমার দীর্ঘশ্বাস তোমার কাছে পৌঁছাতে দিবো না
কোনোদিন!
ফিরে গেলাম সাদা ক্যানভাস নিয়ে,
যদিও অদৃশ্য কালিমায় এঁকেছে আমাকে
ধূসর আকাশের বুকে রাক্ষুসি প্রতিমা
তোমার বিত্তশালী সম্পর্ক গুলো!
অদৃশ্য অনুভূতি দিয়ে ক্যানভাস জুড়ে
এঁকেছে এক বিরহী প্রেমের চিত্রকর
যার গায়ে লিখে দিয়েছে, নির্লজ্জ প্রেমিকার ছায়া,!
সাদা ক্যানভাস জুড়ে অদৃশ্য কলঙ্কের দাগ!!
Comments