নাসিমা খান
একুশ তুমি রক্তে ঝরা
এক ফাগুনের দিন
একুশ তুমি আমার ভাইয়ের
উন্মাদনার ঋণ!
একুশ তুমি বাংলা মায়ের
আকুল প্রাণের টান,
একুশ তুমি রক্তে কেনা
অঝোর ভাষার গান।
একুশ তুমি দামাল ছেলের
অসুর দাপট ফল
একুশ তুমি আমার মায়ের
চোখের ঝরা জল!
একুশ তুমি অঝোর ধারায়
রক্ত ঝরার নাম
একুশ তুমি নজীর বীহিন
একটি ভাষার দাম!
একুশ তুমি ভাইয়ের মায়ের
অশ্রু জমা দিন
একুশ তুমি বাংলা ভাষার
অমর সুরের বীণ।।
একুশ তুমি রক্তে ঝরা
এক ফাগুনের দিন
একুশ তুমি আমার ভাইয়ের
উন্মাদনার ঋণ!
একুশ তুমি বাংলা মায়ের
আকুল প্রাণের টান,
একুশ তুমি রক্তে কেনা
অঝোর ভাষার গান।
একুশ তুমি দামাল ছেলের
অসুর দাপট ফল
একুশ তুমি আমার মায়ের
চোখের ঝরা জল!
একুশ তুমি অঝোর ধারায়
রক্ত ঝরার নাম
একুশ তুমি নজীর বীহিন
একটি ভাষার দাম!
একুশ তুমি ভাইয়ের মায়ের
অশ্রু জমা দিন
একুশ তুমি বাংলা ভাষার
অমর সুরের বীণ।।
Comments